রূপগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

রূপগঞ্জ

নিউজ রূপগঞ্জ ডটকম: রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রবিউল (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১২অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ এলাকায় ঘটে এ ঘটনা।

আহত রবিউল হলেন, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ এলাকার মৃত আরাফাত মিয়ার ছেলে। বর্তমানে আহত রবিউল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, আহত রবিউল উপজেলার গোলাকান্দাইলস্থ পদ্মা ইন্ড্রাষ্টিয়াল পার্ক নামক প্রতিষ্ঠানে চাকুরি করেন। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০ টায় রবিউল তার কর্মস্থল থেকে ডিউটি শেষ করে মাসিক বেতন ২০ হাজার টাকা এবং ভূলতাস্থ ডাচ্ বাংলা ব্যাংক থেকে নিজ নামীয় একাউন্টের এটিএম কার্ডের মাধ্যমে নগদ- ৫০ হাজার টাকাসহ মোট ৭০হাজার টাকা নিয়ে নিজ বাড়ি গোলাকান্দাইল নাগেরবাগ ফেরার পথে ধারালো রামদা, চাপাতি,ছেনদা,ছুরি,লোহার রড, হকিস্টিক, লাঠি-সোটা ইত্যাদি দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে পথরোধ করে একদল ছিনতাইকারী। ছিনতাইকারীরা হলেন, একই এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে রবিউল (২০), শান্তর ছেলে সজীব (১৯), খবির মাতব্বরের ছেলে সাগর (২২), আবুল মিস্ত্রির ছেলে আল-আমিন (২২), শরিফ দেওয়ানের ছেলে সাইফুল (২৩)সহ অজ্ঞাত আরো ৩/৪ জন। ছিনতাইকারীরা রবিউলকে এলোপাথারীভাবে মারপিট করে শরীরে বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। একপর্যায়ে খুনের উদ্দেশে ছিনতাইকারী রবিউল ধারালো চাপাতি দিয়ে গলায় আঘাত করে এবং সজীব নামের ছিনতাইকারী ছেনদা দিয়ে মাথায় কোপ মারলে সেই কোপ বাম কানের উপরিভাগে মাথায় লেগে গুরুতর জখম হয়। এদিকে পিঠে ও কোকসায় দা দিয়ে আঘাত সাগর ও আল-আমিন নামের দুই ছিনতাইকারী। এ সময় ছিনতাইকারীরা আহত রবিউলের কাছ থেকে ৭০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। আহত রবিউলের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ছিনতাইয়ের বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *