পাগলীর লাশ দাফন করলো ছাত্রলীগ

ভূলতা

নিউজ রূপগঞ্জ ডটকম:

রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় সড়ক দূর্ঘটনায় নিহত হওয়া অজ্ঞাত এক পাগলীর লাশ দাফন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো ভুলতা ইউনিয়ন ছাত্রলীগ। গত বুধবার ( ১৩ মে)  রাত সাড়ে ১১ টার দিকে ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন ভুইয়া ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্তর হস্তক্ষেপে উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাবো কবরস্থানে এ লাশ দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।  ছাত্রলীগের এমন কাজে খুশি রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও সাধারণ মানুষ।

এ ব্যাপারে ভুলতা ফাঁড়ির অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, বুধবার রাত ৮ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় রাস্তার পাশে সড়ক দূর্ঘটনায় আহত অবস্থায় এক পাগলিকে পড়ে থাকতে দেখে ভুলতা ছাত্রলীগের নেতাকর্মীরা স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ ঘটনাস্থলে নিহত পাগলির লাশ ভুলতা পুলিশ ফাড়িতে নেয়া হয়। পরে ভুলতা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক নিজ দায়িত্বে নিহত পাগলীর লাশ দাফনের দায়িত্ব নেয়। নিহত পাগলীর নাম পরিচয় পাওয়া যায়নি। পরে ওই নারী পাগলী হওয়ায় ময়না তদন্ত ছাড়াই স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে আউখাবো কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *