রূপগঞ্জে খাদ্য বিতরণ

ইউনিয়ন রূপগঞ্জ


নিউজ রূপগঞ্জ ডটকম:
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা’র নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ৪ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাগবের, দক্ষিনবাগ ও বৈরাগবাড়ি এলাকায় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনছার আলীর উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, বস্ত্র ও পাটমন্ত্রীর এপিএস এমদাদুল হক, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনছার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী ভান্ডারী, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিঠু খন্দকার, আওয়ামীলীগ নেতা নবী হোসেন, কাওসার আহমেদ ও মুরাদ হাসান, যুবলীগ নেতা জয়নাল আবেদীনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *