তারাব পৌর নির্বাচন:নারী ভোটারদের পছন্দ

তারাবো পৌরসভা শীর্ষ সংবাদ

নিউজ রূপগঞ্জ ডটকম:
আসন্ন তারাব পৌরসভার সাধারণ নির্বাচনে মেয়র পদে মোট ভোটার রয়েছে ৮৫ হাজার ২ শ ৬৯ টি । তার মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ১ শ ৫১ জন, মহিলা ভোটার ৪১ হাজার ১শ ১৮ জন। এবার প্রায় পুরুষের সমান নারী ভোটার রয়েছে। মেয়র পদে চার জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলো। তার মধ্যে বিএনপির প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান মেয়র হাছিনা গাজীর মনোনয়নপত্রসহ মেয়র পদে দুই জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে তারাব পৌরসভার প্রথম নারী মেয়র হাছিনা গাজী। এবারও তিনি একমাত্র নারী মেয়র প্রার্থী।তিনি রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। তারাব পৌরসভার প্রতিটা ওয়ার্ডে তিনি মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন করেছেন। কমিটির নেতাকর্মীবৃন্দ খুবই সক্রিয় রয়েছে। পিছিয়ে নেই তারাব পৌর যুব মহিলা লীগ । ক্ষমতাসীন দলের এই দুই নারী সংগঠনের নেতাকর্মীবৃন্দ হাছিনা গাজীর পক্ষে একাট্টা হয়ে মাঠে নেমেছেন। তারা হাছিনা গাজীকে নৌকায় ভোট দিতে পৌর এলাকার নারী ভোটারদের উৎসাহিত করছে। নারী ভোটারবৃন্দ হাছিনা গাজীর উন্নয়নে ব্যাপক সাড়া দিচ্ছে। তার কারণ হিসেবে দেখা হচ্ছে ,হাছিনা গাজী প্রথম মেয়র হয়ে নারীদের অধিকার আদায়ে কাজ করেছেন। ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ করেছেন। দারিদ্র বিমোচনের জন্য মহিলাদের সেলাই মেশিন প্রদান এবং প্রশিক্ষণ, বিধবাভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা ও মাতৃত্বকালীন ভাতার পরিমাণ বৃদ্ধি করেছেন। যা অন্য দলের কোনো প্রার্থী করতে পারেন নাই। তিনি নারীদেরকে বুকে আগলে রাখেন সব সময়।এসকল কারণে হাছিনা গাজী নারী ভোটারদের প্রথম পছন্দ এবং তাদের ভোটে এগিয়ে থাকবে। এর বাইরেও তার নিজস্ব বিশাল ভোট ব্যাংক রয়েছে। আওয়ামী লীগ ,যুব লীগ ,স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ,ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ হাছিনা গাজীর পক্ষে মাঠে রয়েছে। ভোট নিরপেক্ষ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রশাসন। নারী ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বিশেষ নিরাপত্তা দেবে। এবার বিরোধী দল ব্যালট ছিনতাইয়ের অভিযোগ করতে পারবে না। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে যে গণজোয়ার দেখা যাচ্ছে তাতে অন্য মেয়র প্রার্থীদের ভোটের জামানত হারানোর সম্ভাবনাই বেশি রয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৩ টি , মোট ভোট কক্ষ ২৮২টি। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ ১৬ জানুয়ারি-২০২১।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *