তারাবোতে বিএনপির ত্রাণ বিতরণ

তারাবো পৌরসভা ফিচার

নিউজ রূপগঞ্জ ডটকম:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী  বলেছেন   আজকে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। এরমধ্যে লকডাউন শিথিল করছেন। আমি মনে করি প্রধানমন্ত্রী আপনি ভুল পথে হাঁটছেন। লকডাউন শিথিল করায় জার্মান ইংল্যান্ডের মতো দেশের করোনা বৃদ্ধি পেয়েছে। এখন প্রতিদিন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন রাস্তাঘাট, নদীর ধারে, হাটে-বাজারে মানুষ মরে পড়ে থাকছে। এই সরকারের কোনো ধরনের মানুষের প্রতি মায়া মহব্বত নেই। থাকবে কেন, ওনাদের তো ভোট দরকার পড়ে না। রাতের বেলা আইনশৃঙ্খলা বাহিনী ভোট করে দেয়। লকডাউন শিথিল করলে হাজার হাজার মানুষ মারা যাবে, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনও মাথার মধ্যে নেন না। নিতেও চান না। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করতে হচ্ছে দেশের মানুষকে।

১২ মে মঙ্গলবার রূপগঞ্জে তারাবো পৌর বিএনপির সভাপতি নাসিরউদ্দিনের উদ্যোগে বরপা এলাকায় ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

রূপগঞ্জে ২ টি পৌরসভা ৬ ইউনিয়ন ১ লাখ লোকের ১ দিনের খাবার বিতরণের জন্য ৪৮ টন চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক রুহুল আমিন শিকদার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুবদলের সাধারন সম্পাদক আশরাফুল হক রিপন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ইমন, হাফেজ জাকারিয়া, মনির হোসেন, মোঃ সবুজ, মোঃ আক্তার হোসেন চেয়ারম্যান, কমিশনার মহিবুর, হাজী হাফেজ নুরুল হক (নুরু) প্রমুখ।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *