গোটা রূপগঞ্জ ইউনিয়ন জীবাণুমুক্ত করবে ছাত্রলীগ

ফিচার রূপগঞ্জ

নিউজ রূপগঞ্জ ডটকম:

করোনা পরিস্থিতি মোকাবেলায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে সংগঠনটির নেতাকর্মীরা জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। তারা জনগণকে সচেতন করছে। মাস্ক , লিফলেট ও উপজেলার বিভিন্ন সড়কে জীবাণুনাশক ওষুধ ছিটিয়েছে। সম্প্রতি রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আলম শিকদার তার ভাড়াটিয়াদের বাড়ী ভাড়া মওকুফ করে দিয়েছে। এবার রূপগঞ্জ ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের গুরুত্বপূর্ন স্থান ও সড়ক জীবাণুমুক্ত করার ঘোষণা দিয়েছে রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ। এ কাজে সহযোগিতা করবে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভুইয়া। সোমবার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদে ছাত্রলীগ নেতৃবৃন্দ ও চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভুইয়ার আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুল আজিজসহ অনেকে।

জানা গেছে রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সড়কে জীবাণুনাশক ওষুধ ছিটানোর কাজ শুরু করে দিয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *