ফোন করলেই রূপগঞ্জের অনাহারী পরিবার পাবে খাদ্য

শীর্ষ সংবাদ

নিউজ রূপগঞ্জ ডটকম:

করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশে সরকারী এবং বেসরকারী সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এতে দুস্থ অসহায় মানুষ খাদ্যের অভাবে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে রূপগঞ্জে খাদ্যের সমস্যা সমাধানে এগিয়ে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তাদের দেয়া ত্রাণ বিতরণ করছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। পাশাপাশি সমাজের বিত্তবানরাও খাদ্য সামগ্রী বিতরণ করছে। চলমান করোনা পরিস্থিতিতে রূপগঞ্জের কোনো পরিবার যদি না খেয়ে থাকে সেই পরিবারকে খাদ্য পৌছে দেবে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। আর খাদ্য পৌছানোর জন্য একটি টিম করা হয়েছে। যে সকল মোবাইল নম্বরে ফোন করে অনাহারে  থাকা পরিবারগুলো খাদ্যের জন্য আবেদন করতে পারবে তা হলো  :- রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম- ০১৭৬২-৬৯৪৬০১, ওসি মাহমুদুল হাসান-০১৭১৩-৩৭৩৩৫১, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া- ০১৭১১-৫৩০৬৬৫। বিষয়টি নিউজ রূপগঞ্জ ডটকমকে নিশ্চিত করেছে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। তিনি বলেন, করোনা ইস্যুতে খাদ্য ঘাটতির কোনো সম্ভাবনা নেই। আমাদের প্রচুর পরিমাণ খাদ্য সামগ্রী মজুদ রয়েছে। তা পর্যায়ক্রমে বিতরণ করা হবে। কোনো ব্যবসায়ী যদি নির্ধারিত মূল্যের চেয়ে পণ্যের দাম বেশি রাখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে । নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগিতায় নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।  

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *