নিউজ রূপগঞ্জ ডটকম:
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার নির্দেশনায় করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া বেদে ও হিজড়া সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ। শনিবার বিকালে ভুলতা ইউনিয়নে হিজড়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে বেদে পল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ করে ছাত্রলীগ। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, সাবেক যুগ্ন সম্পাদক আনিছুর রহমান হিমেল, উপজেলা ছাত্রলীগ নেতা রুবেল পারভেজ, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন ভুইয়া, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্ত প্রমুখ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল ,আলু, লবণ, তেল , সাবান।
এসময় রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আলম শিকদার বলেন, দেশের যেকোনো দুর্যোগে ছাত্রলীগ মাঠে ছিলো। করোনা দুর্যোগেও রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় জনসাধারণের পাশে রয়েছে। খেটে খাওয়া কোনো মানুষ না খেয়ে থাকবে না। সবার ঘরে খাদ্য পৌছে দেওয়া হচ্ছে।সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাছুম বলেন, সরকার করোনা প্রতিরোধের অংশ হিসেবে দেশের সরকারী বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। আমাদের সবাইকে সরকারের নির্দেশ মেনে চলতে হবে। প্রসঙ্গত ছাত্রলীগের খাদ্য বিতরণ চলমান রয়েছে। শনিবার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া, টেকপাড়া, ছোনাব, পাড়াগাওঁ, ঠাকুর বাড়ীরটেক ও কায়েতপাড়া ইউনিয়নের শেখ রাসেলনগর, চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের বাড়ীতে বাড়ীতে দুস্থ ও খেটে খাওয়া ৪শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে।