নিজস্ব প্রতিবেদক:
সোনারগাঁ থেকে বিয়ে পড়িয়ে রূপগঞ্জে আসার পথে বরযাত্রীর গাড়ীবহরে গুলি করেছে সন্ত্রাসীরা। শুক্রবার ( ১০ ডিসেম্বর) সন্ধ্যায় সোনারগাঁয়ের উৎমা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তানসের নামে একজনের পায়ে গুলি লাগে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় বেশ কয়েকজন আহত হয়েছে । জানা গেছে পূর্ব শত্রুতার জেরে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য তাওলাদ হোসেনকে লক্ষ্য করে তার গাড়িতে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। তিনি ওই সময় বরযাত্রী ছিলেন।
যাদের বিরুদ্ধে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে তারা হলেন মোহাম্মদ আলী, বাবু, রিয়াজ, শফিক,সবুজ, আরিফ, মফিজুলসহ অজ্ঞাত ৭/৮ জন। হামলাকারীরা মুখোশ পড়া ছিলো। হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রক্রিয়াধীন। তাদের নামে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
বরযাত্রীর গাড়ীবহরে গুলিবর্ষণের ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি সায়েদ বলেন, ঘটনা সোনারগাঁয়ে। বরযাত্রীর গাড়ীবহরে গুলিবর্ষণের ঘটনা আমরা শুনেছি। মামলা হলে সোনারগাঁতে হবে।
সোনারগাঁ থানার ওসি গতরাতে বলেন, ঘটনা রহস্যজনক। একটা পিস্তল উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ পাই নাই।