নিজস্ব প্রতিবেদক:
গেল বছর ১৬ জানুয়ারি তারাব পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয় রূপগঞ্জ উপজেলা মহিলা লীগ সভাপতি হাছিনা গাজী। তিনি তারাব পৌরসভার প্রথম মহিলা মেয়র।
এছাড়া সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত হয় ১ নং (১,২,৩) ওয়ার্ডে লায়লা পারভীন, ২ নং ( ৪,৫,৬ ) ওয়ার্ডে মাহফুজা বেগম, ৩ নং ( ৭,৮,৯ ) ওয়ার্ডে জোসনা বেগম । সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয় ১ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম মনির , ২ নং ওয়ার্ডে এড. জসিম উদ্দিন ভুঁইয়া, ৩ নং ওয়ার্ডে রাসেল শিকদার, ৪ নং ওয়ার্ডে আক্তার হোসেন, ৫ নং ওয়ার্ডে হামিদুল্লাহ , ৬ নং ওয়ার্ডে মাহাবুবুর রহমান জাকারিয়া, ৭ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন, ৮ নং ওয়ার্ডে আমির হোসেন ভুঁইয়া, ৯ নং ওয়ার্ডে আতিকুর রহমান। ১৬ জানুয়ারি তাদের বিজয়ের এক বছর পূর্ণ হয়েছে। তারা শপথ গ্রহণ করেন ২০২১ সালের ৮ ফ্রেবুয়ারি। দ্বিতীয় মেয়াদে হাছিনা গাজী তারাব পৌরসভার দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি তার অসমাপ্ত কাজগুলো দ্রুত সমাপ্ত করার চেষ্টা করছেন।