নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুর আযহা উপলক্ষে রূপগঞ্জের চনপাড়ায় নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নিজস্ব তহবিল থেকে ২০ জুলাই এসব বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুল রহমান , রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লোকমান ভান্ডার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিস মল্লিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা জয়নাল আবেদিন ,মোঃ জাকির সিকদারসহ অনেকে।