হাত ধুয়ে রূপগঞ্জ থানায় প্রবেশ

প্রশাসন ফিচার রূপগঞ্জ

করোনাভাইরাস নিয়ে সচেতনতায় ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে রূপগঞ্জ থানা-পুলিশ। থানায় প্রবেশের মুখে বসানো হয়েছে হাত ধোয়ার ব্যবস্থা। সেখানে দায়িত্বে রয়েছেন পুলিশের একজন কনস্টেবল। থানায় আসা ব্যক্তিদের হাত ধোয়ার পর ভেতরে ঢোকার অনুমতি দিচ্ছেন তিনি।

সোমবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। দুপুর ১২টায় থানা চত্বরে গিয়ে দেখা যায় এমন দৃশ্য। বসানো হয়েছে অস্থায়ী বেসিন। যাঁরা থানায় পুলিশের কাছে সেবা নিতে আসছেন, তাঁদের সাবান দিয়ে হাত ধোয়ার পর ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত করোনা আতঙ্কে কাঁপছে সারাবিশ্ব। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে  । এই ভাইরাসে নারায়ণগঞ্জের ৩ জন আক্রান্ত হয়েছে। জেলার  ১৬২ জন রয়েছেন হোম কোয়ারেন্টাইনে রয়েছে । এদের সকলেই প্রবাসী ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তি। এদের মধ্যে ৩ জন বিদেশী নাগরিক রয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *