সেজান জুসে আগুন ,দুই শ্রমিকের মৃত্যু

তারাবো

 রূপগঞ্জের কর্ণগোপ এলাকার সেজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনায় দুজন শ্রমিক মারা যাওয়ার খবর পাওয়া গেছে ।

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল আল আরিফিন  জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায়  আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ডেমরা, কাঞ্চন থেকে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি জানান, সাত তলা ভবনের ছয় তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে। ভবনে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ ঘটনায় নিহত দুই শ্রমিকের পরিচয় জেনেছে ফায়ার সার্ভিস। তারা হলেন,  স্বপ্না রানী (৪৫) ও মিনা আক্তার (৩৩) । স্বপ্না রাণী সিলেটের বাসিন্দা যতি সরকারের স্ত্রী, মিনা আক্তার রূপগঞ্জের গোলাকান্দাইল নতুন বাজার এলাকার হারুন মিয়ার স্ত্রী।

তাদের মৃত্যুর বিষয়টি ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক শাহাদাত হোসেনও নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আহত ১৫ জন শ্রমিককে স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান আব্দুল আল আরিফিন।

প্রত্যক্ষদর্শী শ্রমিকদের একজন সমকালকে বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে কারখানার নিচতলায় আগুন লাগে। আগুনের শিখা ক্রমাগত বাড়তে শুরু করে। এসময় পুরো ভবন অন্ধকার হয়ে যায়। আমাদের কেউ কেউ ছাদে আশ্রয় নেয়। অনেকে লাফ দেয় ছাদ থেকে। এসময় দুইজন মারা গেছে বলে জেনেছি।

নিহত স্বপ্না রাণীর মেয়ে বিশাখা রাণী ও এই কারখানায় কাজ করেন।

তিনি  বলেন, ‘ভবনের ভেতরে আরও অনেক শ্রমিক আটকে আছেন। তাদের উদ্ধার করতে না পারলে সবাই মারা যাবেন।’

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *