র‌্যাবের অভিযানে মাওলানা সালমান গ্রেফতার

নারায়ণগঞ্জ ফিচার

সংবাদ বিজ্ঞপ্তি:

ঢাকার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন
জেএমবি’র ‘এহসার সদস্য মাওলানা সালমান মোহাম্মদ (৩২)@ মোঃ সালমান @সালমানকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ । বুধবার ( ১২ আগস্ট) সকালে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল তাকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামীর নিকট থেকে ০১টি ল্যাপটপ, ০১টি সিপিইউ, ০১টি প্রিন্টার, ০১টি মোবাইল ফোন, বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও উগ্রবাদী লিফলেট জব্দ করা হয়।দুপুরে র‌্যাব-১১ এর অধিনায়ক (পিবিজিএম, পিবিজিএমএস ,নারায়ণগঞ্জ) লেঃ কর্ণেল খন্দকার সাইফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, মাওলানা সালমান মোহাম্মদ (৩২) @ মোঃ সালমান @সালমান’ র‌্যাব-১১ কর্তৃক সন্ত্রাস বিরোধী আইনে রুজুকৃত ও তদন্তাধীন মামলার এজাহারনামীয় পলাতক আসামী। মাওলানা সালমান মোহাম্মদ সালমান (৩২) @ মোঃ সালমান’ এর বাড়ি কুমিল্লা জেলার বরুরা থানাধীন জীবনপুর এলাকায়। সে ২০১৪ সালে অনলাইনে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী লেখকের বক্তব্য শুনে উগ্রবাদের দিকে ধাবিত হয়। এরপর ২০১৬ সালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবিতে যোগদান করে। জেএমবিতে যোগদানের পর থেকে সে জেএমবির দাওয়াতী কাজ করে আসছে এবং এর পাশাপাশি সে বিভিন্ন ইসলামী প্রকাশনা সম্পাদনার কাজ করে। সে বিভিন্ন শীর্ষ পর্যায়ের দেশী-বিদেশী জঙ্গী মতাদর্শের লেকচার, লিফলেট ও উগ্রবাদী লেখা ব্রাউজিং সাইটগুলোতে আপলোড দিত, নিজে পড়ত এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শিক্ষিত ও সমমনা তরুণদের উগ্রবাদী মতাদর্শে উদ্বুদ্ধ করে আসছে। সালমান মোহাম্মদ (৩২) @ মোঃ সালমান @সালমান আরও জানায় সে তার অন্যান্য সহযোগীদের নিয়ে দীর্ঘদিন যাবৎ গোপনে সংগঠিত হয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *