রূপগঞ্জ থানা পুলিশকে যা বললেন এসপি

ফিচার রূপগঞ্জ

নিউজ রূপগঞ্জ ডটকম:

করোনাভাইরাসে বিপর্যস্ত রূপগঞ্জ । বাড়ছে শ্রমিক অসন্তোষ। কায়েতপাড়ায় হয়েছে খুন। সামাজিক দূরত্ব মানা হচ্ছে না।করোনা মোকাবেলায় দায়িত্ব পালন করতে গিয়েছে নারায়ণগঞ্জ পুলিশের ৫০ এর অধিক সদস্য আক্রান্ত হয়েছে।  তারপরও পিছিয়ে নেই জেলা পুলিশ। তারা অদৃশ্য দানবের বিরুদ্ধে লড়াই করছে। করছে জনগণকে সচেতন। পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে  শুক্রবার ( ৮ মে) বিকালে আকস্মিক রূপগঞ্জ থানা  পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম । এসময় এসপি রূপগঞ্জ থানা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, করোনার আতঙ্ককে জয় করতে দরকার মনোবল বৃদ্ধি। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হলে আগে মনোবল বৃদ্ধি করতে হবে। তিনি রূপগঞ্জ থানা পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। 

জায়েদুল আলম থানার অফিসার ফোর্সদের করোনাকালে করনীয়, পবিত্র ঈদুল ফিতরের আগে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ থানা পুলিশের নানামুখী কল্যাণ সংক্রান্ত বিষয়ে খোজখবর নেন। 

পুলিশ সুপারের সঠিক দিকনির্দেশনায় থানার অফিসার ফোর্সসহ  উজ্জীবিত আছে এবং থাকবে বলে থানার সকল অফিসার ফোর্স জানিয়েছেন। এসময় রূপগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত রূপগঞ্জে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ২ জন মারা গেছে। 

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *