রূপগঞ্জ উপজেলা প্রশাসনকে খাদ্য দিলেন আনছার আলী

ফিচার রূপগঞ্জ

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার নির্দেশনায় করোনা ভাইরাস পরিস্থিতিতে বিপাকে পড়া খেটে খাওয়া ৮ শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনছার আলী। বুধবার রূপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন বাড়ীতে বাড়ীতে খাদ্য সামগ্রী পৌছে দেন তিনি । খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, পেয়াজ, আলু, লবণ, সাবান। এ সময় রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সাংগঠনিক সম্পাদক মো: মোহন মিয়া, রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সহসভাপ‌তি আব্দুল ম‌তিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সাংগঠনিক সম্পাদক আল আমিন লিটন, আওয়ামীলীগ নেতা নবী হো‌সেন ও মুরাদ হাসানসহ স্থানীয় গন্যমান্য ব্য‌ক্তিরা উপ‌স্থিত ছিলেন।

এদিকে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশে মোহাম্মদ আনছার আলী  বুধবার সন্ধ্যায় করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষনিক ভাবে দুঃস্থদের মাঝে বিতরনের জন্য ৫ হাজার কেজি ডাল ও ২ হাজার লিটার তেল রূপগঞ্জ উপজেলা প্রশাসনকে বরাদ্দ দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা  নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া।  আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আনছার আলীর পক্ষে এ খাদ্য সামগ্রী রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূঁইয়ার হাতে তুলে দেন রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোহন মিয়া। এ সময় প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের কল্যানে কাজ করায় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ আনছার আলীকে ধন্যবাদ জানান রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *