রূপগঞ্জে কঠোর অবস্থানে সেনাবাহিনী

ফিচার রূপগঞ্জ

নিউজ রূপগঞ্জ ডটকম:

রূপগঞ্জে হোম কোয়ারেন্টিন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য আজ বৃহস্পতিবার থেকে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনাবাহিনী আজ থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে দেশের সব স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে। সরকারের দেয়া নির্দেশাবলি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, অন্যদিনের মতো বুধবারও রূপগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা করোনাভাইরাস প্রতিরোধে প্রচারণা চালিয়েছেন। 

এব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিউজ রূপগঞ্জ ডটকমকে বলেন, দুই জন এক সাথে হাটা যাবে না। কেউ ঘরের বাইরে বের হলে তাকে অবশ্যই মাস্ক পড়ে বের হতে হবে।

রূপগঞ্জবাসীর উদ্দেশে তিনি বলেন, করোনা প্রতিরোধে আপনারা আতঙ্কিত না হয়ে সচেতন হন। সরকারের নির্দেশ এবং সামাজিক দূরত্ব মেনে চলুন। প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যারা নির্দেশ অমান্য করবে তাদের কঠোর শাস্তি হবে। সবাই ঘরে অবস্থান করুন। নিজে বাঁচেন, অপরকে বাঁচান।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *