রূপগঞ্জে স্বেচ্ছাসেবক করে মাদক সরবরাহ

ফিচার শীর্ষ সংবাদ

নিউজ রূপগঞ্জ ডটকম:

করোনাভাইরাস (কোভিড-১৯) বিস্তার রোধে অত্যাধিক ঝুঁকি বিবেচনায় (রেড জোন) রূপগঞ্জ ইউনিয়নে লকডাউন কার্যকরে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বরত দুই ব্যক্তিকে চোলাই মদসহ গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের টেকনোয়াদ্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দায়িত্বরত দুই সেচ্ছাসেবককে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। গ্রেফতারকৃতরা হলেন স্থানীয় ২নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকার হোসেনের ছেলে জয়নাল ও নজরুলের ছেলে নাদিম। গ্রেফতারকৃতরা ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে লকডাউনে দায়িত্বরত কার্ডধারী সেচ্ছাসেবক বলে জানা গেছে।

জানা গেছে  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার রাত সাড়ে ৮টার দিকে তিনি প্রতিদিনের মতো গাড়িতে করে টহল দিচ্ছিলেন। সদর ইউনিয়নের টেকেনায়াদ্দা মসজিদের সামনের সড়কে পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশা সড়কে চলাচল করতে দেখে তিনি রিকশাটির গতিরোধ করেন। এসময় রিকশায় থাকা চার জনের মধ্যে দুই জন পালিয়ে যায়।

এঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *