রূপগঞ্জে ভ্রাম্যমাণ বাজার

ইউনিয়ন ফিচার রূপগঞ্জ

রূপগঞ্জ ইউনিয়নে লকডাউন পালিত হচ্ছে। লকডাউনের কারণে ঔষধের দোকান ছাড়া কাচাঁবাজারসহ নিত্তপ্রয়োজনীয়সহ সকল দোকানপাট বন্ধ রয়েছে।
লকডাউনের মাঝে কাচাঁবাজার করা নিয়ে সাধারণ মানুষের দূর্ভোগ কমাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। ভ্যান গাড়ীতে করে ভ্রাম্যমাণ কাচাঁবাজার ও নিত্তপ্রয়োজনীয় পন্য সাধারণ মানুষের ঘরে ঘরে পৌছে দেওয়া হচ্ছে। ভ্যানের এই ভ্রাম্যমান বাজার থেকে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে কাচাঁবাজার ও নিত্তপ্রয়োজনীয় পন্য সামগ্রী কিনতে পারছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম সার্বক্ষনিক এ ভ্রাম্যমান বাজার পর্যবেক্ষণ করছে। এছাড়া সহকারী কমিশনার (ভুমি) আফিফা খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও উপজেলা স্বাস্থ্য সহকারী সুব্রত চন্দ্র সরকার লকডাউন নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যাচ্ছেন।
লকডাউনে দ্বিতীয় দিনে লকডাউন অমান্য করায় ২ টি প্রতিষ্ঠানকে মোট নগদ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম বলেন, লকডাউনে সাধারণ মানুষের দূর্ভোগ কমাতে ভ্যানে করে ভ্রাম্যমান কাচাঁবাজার ও নিত্তপ্রয়োজনীয় পন্যের বাজারের ব্যবস্থা করা হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *