রূপগঞ্জে বিএনপির ৪ জন গ্রেপ্তার

রূপগঞ্জ শীর্ষ সংবাদ

নিউজ রূপগঞ্জ ডটকম: রূপগঞ্জে গাড়ি ভাংচুরের ঘটনায় ৫৫ জনকে আসামিকে করে মামলা দায়ের করেছে পুলিশ ।এ মামলা বিএনপির সহযোগী সংগঠনের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।
মামলায় গ্রেপ্তার চারজন হলেন- রূপগঞ্জ মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল মিয়া, যুবদলের নেতা বাবু ভূঁইয়া, মিলন মিয়া ও ছাত্রদলের নেতা রাকিব মিয়া।
ঐ মামলায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার সবাই বিএনপির নেতা-কর্মী। হরতালের সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই, তবে হরতালের পর তাঁরা ভুলতা এলাকায় গাড়ি ভাঙচুর করেছেন।
ভুলতা এলাকায় গাড়ি ভাঙচুরের সময় ওই চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে দাবি করেন ওসি।
মামলার এজাহারে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় ভুলতা সাওঘাট এলাকায় একটি ট্রাক ভাঙচুরের সময় পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *