রূপগঞ্জে জরিমানা

ইউনিয়ন রূপগঞ্জ

নিউজ রূপগঞ্জ ডটকম:

লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি না মেনে প্রয়োজন ছাড়া রাস্তায় চলাচলের কারণে রূপগঞ্জ ইউনিয়নে ৪ ব্যবসা প্রতিষ্ঠান ও ৪ পথচারীকে মোট সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত লকডাউনে থাকা রূপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন টহলকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বলেন, করোনা ভাইরাসের রেডজোন ঘোষিত লকডাউনে থাকা রূপগঞ্জ ইউনিয়ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগমের নেতৃত্বে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এদিকে গতকাল রূপগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে ৩০০ কুটির শিল্পের কারিগরের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভূইয়া প্রমুখ।
এছাড়া লকডাউন সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে ভ্রাম্যমাণ কাচাঁবাজার ও টেলিমেডিসিন সেবা অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *