যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে মন্ত্রী গাজীর শোক

নারায়ণগঞ্জ রূপগঞ্জ

দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গাজী গ্রুপের চেয়ারম্যান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এক শোক বার্তায় মন্ত্রী ব্যক্তিগতভাবে এবং নারায়নগঞ্জ জেলার জনগনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবার-পরিজনসহ সকলকে গভীর সমবেদনা জানান।

তিনি আরো বলেন, তার মৃত্যুতে দেশ একজন দক্ষ শিল্পোদ্যোক্তাকে হারালো। তার মৃত্যুতে দেশের শিল্প খাতে শোকের ছায়া নেমে এসেছে।

প্রসঙ্গত চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) তিনি সোমবার বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতাও তিনি।

গত ১৪ জুন নুরুল ইসলামকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছিল।  

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *