মুজিববর্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে মন্ত্রী গাজী

ফিচার রূপগঞ্জ

নিউজ রূপগঞ্জ ডটকম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ( মুজিববর্ষ ২০২০) উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১ কোটি বৃক্ষের চারা রোপনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদ এর বৃক্ষরোপন কর্মসূচি গত ২৬ জুলাই উদ্বোধন করা হয়েছে। এর ধারাবাহিকতায় বুধবার ( ৯ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নেয় নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

এসময় মন্ত্রী বৃক্ষের চারা রোপণ করেন এবং চারা গাছে পানি দেন।বৃক্ষরোপণ শেষে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, যতদিন বাঙালি জাতি আছে, ততদিন বঙ্গবন্ধু সবার হৃদয়ে বেচে থাকবেন। তিনি বাঙালিদের চেতনার প্রতীক। তার মৃত্যু নেই। তিনি মহামানব। বিশ্বের শোষিত মানুষের মুক্তির কন্ঠস্বর ছিলেন তিনি ।

মন্ত্রী বলেন, বৃক্ষ মানুষকে শান্তি দেয়। বঙ্গবন্ধু সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি একটি মহৎ উদ্যোগ। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলার জন্য স্বাধীনতা বিরোধী জামায়াত বিএনপি অনেক ষড়যন্ত্র করেছে ।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *