মহামারির মধ্যেও যথাসময়ে সরকার বই পৌছে দিয়েছে

তারাবো পৌরসভা ফিচার

নিউজ রূপগঞ্জ ডটকম:

স্বাস্থ্য বিধি মেনে নতুন বছরের প্রথম দিনে রূপগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু হয়েছে। শুক্রবার ( ১ জানুয়ারি ) সকালে রূপসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনামূ‌ল্যে বই বিতরণের উদ্বোধন করেন নবনির্বাচিত তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী। বাঙালি জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে মেয়র বলেন, মহামারি করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও যথাসময়ে প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে সরকার। প্রত্যেকটা স্কুলে নতুন বই পৌছে দিয়েছে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ব্যক্তিগত উদ্যোগ এবং সাহসী পদক্ষেপের কারণে সম্ভব হয়েছে। অন্য কেউ এ কাজ করার সাহস রাখে না। তিনি সাহসী পিতার সাহসী কন্যা।

হাছিনা গাজী বলেন, তারাব পৌর এলাকার প্রত্যেকটা স্কুলে স্বাস্থ্য বিধি মেনে বই বিতরণ করতে হবে। সবাই অবশ্যই মাস্ক পরে বই নিতে আসবেন।

এসময় উপস্থিত ছিলেন মো: আক্তার হোসেন মোল্লা, রূপসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরীবান‌ু অনেকে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *