দাউদপুরে যুবলীগ নেতার খাদ্য বিতরণ

দাউদপুর ফিচার

নিউজ রূপগঞ্জ ডটকম

রূপগঞ্জে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ সম্পাদক মালূম সিটির কর্ণধার শাহীন মালুমের নিজস্ব অর্থায়নে দাউদপুরের করোনা ভাইরাস পরিস্থিতিতে লক ডাউনে থাকা ২ হাজার ২ শ দরিদ্র ও নিন্ম আয়ের পরিবারকে খাদ্য সামগ্রি বিতরন করেছেন। রোববার দিন ব্যাপী এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহজাহান ভুঁইয়া, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল মালূমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

দাউদপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের মাঝে শিমুলিয়া, দেবই, বেলদী, খৈশাইর, পুটিনা, আমাদিয়া, হাটাবো, কালনী, জিন্দা, আগলা, কুলিয়াদি,বাগলা, দুয়ারা, রোহিলাসহ বিভিন্ন গ্রামের ২ হাজার ২ শ দরিদ্র পরিবারকে ত্রাণ সহায়তা হিসেবে চাল,ডাল,বুট, মুড়ি, আলু পিঁয়াজ ও জীবানুনাশক সামগ্রী বিতরন করা হয়।

এ সময় শাহজাহান ভুঁইয়া বলেন, করোনা নামক ভাইরাস নিয়ে আজ জাতি সংকটের মুখে। সবচেয়ে বেশি কষ্টে আছে দরিদ্ররা। যাদের কাজ বন্ধ হয়ে গেছে তারা। তাই সরকারীভাবে সাহায্য সহযোগীতা ছাড়াও উপজেলার সকল বিত্তবানদের আহবান করেছি তারা যেন সাধারন মানুষের পাশে তাদের সাধ্যমতো অনুদান,ত্রাণ নিয়ে দাড়ায়। এ ডাকে অনেকেই সারা দিচ্ছেন। আমরা রূপগঞ্জবাসি সম্মিলিতভাবে করোনা পরিস্থিতি মোকাবেলা করবো। আল্লাহর রহমতে আমাদের সুদিন ফিরবেই।

এ সময় ত্রানদাতা যুবলীগ নেতা শাহীন মালুম বলেন, বিশ্বনন্দিত নেত্রী, মানবতার মা রাষ্ট্র নায়ক, সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ ১ আসনের এমপি, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী( বীর প্রতিক)’র নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে শামস পরশ, সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী গোলাম মোর্তজা পাপ্পার অনুপ্রেরণায় এবং মানবিক বিবেচনায় এ কঠিন মুহূর্তে নিজের সাধ্যমতো সাধারনের পাশে দাড়াচ্ছি। আশা করি আগামী দিনগুলোতে তাদের পাশে থাকবো। আমার জন্মভুমি এ দাউদপুরের সকলের প্রতি অনুরোধ থাকবে।সবাই যেন কষ্ট করে যার যার ঘরে অবস্থান করেন। অযথা আড্ডা যেন না দেন। আমরা পরিচ্ছন্ন দাউদপুর গড়ে তুলতে চাই।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *