থেমে নেই আনছার আলী

ইউনিয়ন ফিচার রূপগঞ্জ

করোনা আতঙ্কে কাপছে সারাদেশ। নারায়ণগঞ্জে ৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে রূপগঞ্জের রয়েছে ৩ জন। মারা গেছে ৫ জন। রূপগঞ্জসহ নারায়ণগঞ্জ শহর লকডাউন করে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে সরকরী বেসরকারী  সব প্রতিষ্ঠান। কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। বাড়ছে খাদ্য সংকট। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে থেকে নেই রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনছার আলীর খাদ্য সামগ্রী বিতরণ।

তিনি নিজস্ব তহবিল থেকে টানা ১৭ দিন যাবত খেটে খাওয়া ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। মঙ্গলবার ( ৭ এপ্রিল) তিনি রূপগঞ্জ ইউনিয়নের তিনটি গ্রামে খাদ্য বিতরণ করেছেন। কিছু খাদ্য তিনি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌছে দিয়েছেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, লবণ, আলু , সাবান।

আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনছার আলী বলেন, “আতঙ্ক নয় সচেতন হোন, সরকারের বিধি নিষেধ ও লকডাউন মেনে চলুন। আপনারা ঘরে থাকুন ত্রাণ নিয়ে পর্যায়ক্রমে আপনাদের দুয়ারে হাজির হব। ত্রাণ বিতরণ অব্যাহত আছে ।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *