চোরাই ফার্নিশ উদ্ধার

নারায়ণগঞ্জ

নিউজ রূপগঞ্জ ডটকম: সিদ্ধিরগঞ্জের আটি গ্রামের ছাপাখানার দক্ষিণ পাশে মোঃ হান্নান প্রধান এর ফার্নিশ তেলের হাউজে বিশেষ অভিযান পরিচালনা করেছে র‌্যাব-১১ ( সিপিএসসি , নারায়ণগঞ্জ ) । অভিযানে ১টি তেলের ট্যাংকার ট্রাক ভর্তি ১০,০০০ ( দশ হাজার) লিটার চোরাই ফার্নিশ তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত চোরাই চক্রের সক্রিয় সদস্য মোঃ জাহাঙ্গীর আলম (২৮) কে গ্রেফতার করা হয়। গত ১০ জানুয়ারি সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। এ সময় চোরাই কাজে ব্যবহৃত ১টি তেলের ট্যাংকার ট্রাক জব্দ করা হয়।

সোমবার ( ১১ জানুয়ারি) র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার ( সিপিএসসি আদমজীনগর) মোঃ জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান , সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা ও মেঘনা ডিপো কেন্দ্রিক বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে যা বিভিন্ন সময় পত্র পত্রিকায় খবর ও অনুসন্ধানী রিপোর্টে উঠে আসে। পলাতক আসামী হান্নান প্রধানের প্রত্যক্ষ মদদে উক্ত ডিপো হতে অবৈধ উপায়ে তেল সংগ্রহ করে মাটির নিচে ৫০/৬০ হাজার লিটার ধারণ ক্ষমতার তেলের হাউজ তৈরি করে চোরাই ফার্নিশ তেল গোডাউনে মজুদ করে এবং রাতের অন্ধকারে তেলের ট্যাংকার ট্রাকে করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ ও বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামী পলাতক আসামির পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ এবং মজুদ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছে বলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। পলাতক আসামী হান্নান প্রধান (৩৮) এর বিরুদ্ধে ইতোঃপূর্বে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় বিভিন্ন অপরাধ সংঘটনের দায়ে ১০টি মামলা চলমান রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *