চনপাড়ায় মানছে না লকডাউন

ইউনিয়ন চনপাড়া ফিচার শীর্ষ সংবাদ

নিউজ রূপগঞ্জ ডটকম:

রূপগঞ্জ উপজেলার সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা চনপাড়া। সেখানে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন মানছে না জনগণ। মঙ্গলবার পহেলা বৈশাখ সন্ধ্যায় দেখা যায় চনপাড়ায় দলবেধে প্রকাশ্যে মানুষ ঘুরে বেড়াচ্ছে। অনেকের মুখে নেই মাস্ক। এতে সচেতন নাগরিকবৃন্দ শঙ্কিত হয়েছে। তারা প্রশাসনের টহল জোরদারের দাবি করেছেন। ঘনবসতিপূর্ণ এলাকায় যদি একবার করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে তাহলে চীন ,ইতালির চেয়েও ভয়াবহ পরিস্থিতি হবে বলে মনে করছে তারা। রূপসী ব্যাসস্ট্যান্ড , গোলাকান্দাইল সহ উপজেলার বিভিন্ন স্থানে জনসমাগমের খবর পাওয়া গেছে। এসকল এলাকায় সড়কে সিএনজি, রিক্সা ,বোরাক দেখা গেছে। চালকদের মধ্যে থেকে কেউ কেউ দাবি করছে পেটের দায়ে তারা রাস্তায় বের হয়েছে।

প্রসঙ্গত , করোনা প্রতিরোধে রূপগঞ্জসহ সারা দেশে সব সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নারায়ণগঞ্জ জেলা করোনা ভাইরাসে ১২ জন মারা গেছে। শনাক্ত হয়েছে প্রায় ২শ । তার মধ্যে রূপগঞ্জের ৩ জন রয়েছে। নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করা হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *