চনচনপাড়ায় মন্ত্রী গাজীর অর্থে বিশুদ্ধ পানি সরবরাহ

ইউনিয়ন চনপাড়া ফিচার

নিউজ রূপগঞ্জ ডটকম: বিশুদ্ধ পানির সমস্যা দূর করতে চরচনপাড়াবাসীর পাশে দাঁড়িয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। মন্ত্রীর নিজস্ব অর্থায়নে বিশুদ্ধ পা‌নি সরবরাহের লক্ষ্যে পানির কল স্থাপন করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারী) দুপু‌রে উপ‌জেলার চরচনপাড়া এলাকায় ভি‌ডিও কনফা‌রে‌ন্সের মাধ্য‌মে এ প্রক‌ল্পের ভি‌ত্তিপ্রস্থর উ‌দ্বোধন ক‌রেন, নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী ‌গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। এসময় কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের প্যা‌নেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক মোহাম্মদ বজলুর রহমানের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে আ‌রো উপ‌স্থিত ছি‌লেন, আওয়ামীলীগ নেত‌া‌ শেখ জাহাঙ্গীর আলম, উপ‌জেলা যুবম‌হিলা লী‌গের সাধারন সম্পাদক সে‌লিনা আক্তার রিতা, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন ম‌হিলালী‌গের সভাপ‌তি নাজমা খান, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন স্বেচ্ছা‌সেবকলী‌গের সাধারন সম্পাদক আবু বকর সি‌দ্দিক, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সাধারন সম্পাদক স্বর্ণালী আক্তার, চরচনপাড়া জা‌মে মস‌জিদ প‌রিচালনা ক‌মি‌টির সভাপ‌তি আজিম উদ্দন বেপারী, ডেমরা বিশ্ব‌বিদ্যালয় ক‌লে‌জের প্রভাষক শামীম আলম, চনচনপাড়া পঞ্চা‌য়েত ক‌মি‌টির নেতা ইউসূফ আলী ভান্ডারী, শাহ আলম , ফকির,মনু মিয়া,শহিদুল্লাহ ,সামছু মেম্বার, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি শামীম মাস্টার, কায়েতপাড়া ইউনিয়ন ৯ ওয়ার্ড যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজীব আহমেদসহ অনেকে।

ইউপি সদস্য বজলুর রহমান বলেন, চনপাড়াবাসীর উন্নয়নে গাজী পরিবারের বহু অবদান রয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী স্যার আমাদের অনেক সমস্যা সমাধান করেছেন। আমরা গাজী পরিবারের কাছে ঋণী।

তিনি বলেন, আগামী দুই বা তিনদিনের মধ্যে চরচনপাড়া এলাকায় বিশুদ্ধ পানির সরবরাহ চালু হবে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *