কুট্টি হত্যার ১ বছর,শেষ হয়নি বিচার

চনপাড়া ফিচার শীর্ষ সংবাদ

নিউজ রূপগঞ্জ ডটকম:

কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (৭,৮,৯ নং ওয়ার্ড) মহিলা মেম্বার ও মহিলা লীগ নেত্রী বিউটি আক্তার কুট্টির প্রথম মৃত্যুবাষিকী শুক্রবার ২৬ জুন। ২০১৯ সালের এই দিনে পশ্চিমগাঁও এলাকায় একদল সন্ত্রাসী তার উপর হামলা চালিয়ে তাকে এলোপাথারিভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘন্টায় নিহত কুট্টির মেয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামী সাদ্দাম, রবিন, খলিল, শমশের,জয়নাল, আনোয়ার,জামালকে গ্রেফতার করে পুলিশ। আটক আসামীদের কয়েক দফা রিমান্ডেও নেওয়া হয়েছে। কুট্টি হত্যার ১ বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত মামলার চার্যশিট দিতে পারেনি পুলিশ। চার্যশিট না দেওয়ায় হতাশায় রয়েছে নিহতের পরিবার। কুট্টির দাফন অনুষ্ঠানে প্রশাসন বলেছিলো যতক্ষণ পর্যন্ত কুট্টি হত্যার খুনিরা গ্রেফতার না হবে ততক্ষণ পর্যন্ত প্রশাসন মাঠে কাজ করবে। সন্ত্রাসীদের ছাড় দেয়া হবে না। তারপরও এ হত্যার বিচার কাজ শেষ হতে বিলম্ব হচ্ছে। এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান নিউজ রূপগঞ্জ ডটকমকে জানান, কুট্টি হত্যা মামলা নারায়ণগঞ্জ ডিবি পুলিশ তদন্ত করছে। রূপগঞ্জ থানা পুলিশ ১ জন বাদে সকল আসামী গ্রেফতার করে দিয়েছে । সম্ভাবত মামলার চার্যশিটও দেওয়া হয়েছে।

এছাড়া জানা গেছে বিউটি আক্তার কুট্টির প্রথম মৃত্যুবাষিকী উপলক্ষে চনপাড়ায় দোয়ার আয়োজন করা হয়েছে। করোনার কারণে সীমিত পরিসরে দোয়ার আয়োজন করা হয়।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *