করোনা আতঙ্কেও গোলাকান্দাইলে জুয়ার আসর

ইউনিয়ন গোলাকান্দাইল ফিচার

নিউজ রূপগঞ্জ ডটকম:

করোনাভাইরাসে বিপর্যস্ত রূপগঞ্জ। থেমে গেছে অর্থনীতির চাকা। করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় চলছে জুয়ার আসর। সোমবার (২০ এপ্রিল) দুপুর ২ টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নে সরজমিনে গিয়ে দেখা যায় শের আলীর ইটভাটার পাশে জুয়া খেলার আসর। প্রকাশ্য দিবালোকে এই জুয়ার আসরে অনেকেই দেখা যায় জুয়া খেলতে। এখানে চলে লাখ লাখ টাকার জুয়া। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই জুয়ার আসর। তাই জুয়ার আসরে সারাদিন জুয়ারিরা জুয়া খেলায় ব্যস্ত থাকায় তাদের খাওয়ার কথা চিন্তা করে একটি ভ্রাম্যমাণ দোকানেরও ব্যবস্থা রয়েছে। জায়ারিদের জুয়ার প্রভাবে ওই এলাকায় বৃদ্ধি পেয়েছে চুরি-ডাকাতি। কিন্তু স্থানীয় প্রশাসন রহস্যজনক কারণে নীরব রয়েছেন বলে অভিযোগ স্থানীদের। খুজনিয়ে জানা যায়,গত বৃহস্পতিবার ১৬ এপ্রিল রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট গ্রামের একটি বাড়ির গেইটের তালা ভেঙ্গে মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। শনিবার ১৮এপ্রিল একই ইউনিয়নের আমলাব এলাকা থেকে ১টি গরু ও ১টি ছাগল চুরি করে নিয়ে যায়। গোলাকান্দাইল ও সাওঘাট এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ীর নেতৃত্বে বসে এই জুয়ার আসর। জুয়ার প্রলোভনে পড়ে দূর থেকে পেশাদার জুয়াড়িদের সঙ্গে আসা সাধারণ মানুষসহ ব্যবসায়ীরা জুয়ার আসরে ব্যবসার তহবিলসহ টাকা-পয়সা হারিয়ে সর্বশান্ত হয়ে খালি হাতে বাড়ি ফিরছে। আর জুয়ার আসর বন্ধের ব্যাপারে উর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *