আগের অবস্থায় নেই

ফিচার রূপগঞ্জ শীর্ষ সংবাদ

নিউজ রূপগঞ্জ ডটকম: স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নারায়ণগঞ্জ-১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, পাট আগের অবস্থায় নেই। পাটের হারানো গৌরব ও ঐতিহ্য আবার ফিরে এসেছে। পাটের নিত্য নতুন বহুমুখী পণ্য আবিষ্কার হচ্ছে।  পাটের তৈরি নানান নতুন পণ্য নিয়ে পাটপণ্য এখন নতুন অঙ্গনে চলে গেছে। 
তিনি বলেন, প্রাথমিক উদ্যোক্তা তৈরি করতে সরকার কাজ করছে। এজন্য বেশি বেশি স্থানে মেলা আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। স্থানীয় মেলা দিয়েই উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। দেশের বিভিন্ন স্থানে সরকারি  মিলের পড়ে থাকা খালি জায়গায় মেলার ব্যবস্থা করা হচ্ছে। 

মঙ্গলবার ( ১৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে  (জেডিপিসি) বহুমুখী পাটপণ্যের মেলা ও প্রদর্শনী অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।  

তিনি বলেন , পুরাতন পাটকলে আধুনিক যুগের জিনিসপত্র আমরা বানাতে পারতাম না। সে কারণে সরকারি পাটকলে লোকসান হয়েছিলো। তার জন্য সরকারী পাটকলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধ পাটকলগুলোর জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। পাটকলগুলোর মালিকানা আমাদের থাকবে, পাইভেট ম্যানেজমেন্টের মাধ্যমে চালু হচ্ছে বন্ধ পাটকল।

গোলাম দস্তগীর গাজী বলেন , প্রাইভেটসেক্টর অনেক এগিয়ে গেছে। তারা পূর্বের পাটের অবস্থান দখল করে নিয়েছেন। আমরা জরিপ করে দেখেছি ৯৫ ভাগ পাটের বাজার প্রাইভেট সেক্টর দখল করে নিয়েছে। ৫ ভাগ আমরা ধরে রেখেছি।

তিনি বলেন, ভরত এবং বাংলাদেশ আমরা যৌথভাবে মেলা করতেছি। আমরা ভারতের চেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। অনেক সময় রিজেক্ট মালগুলো মেলায় বিক্রি করে ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায়।

মন্ত্রী বলেন, মিরপুরে তাঁত বোডের ৬ তলা বিল্ডিং হচ্ছে। নিচ তলা মেলায় হবে। উদ্যোক্তা ভবন থাকবে । বিদেশীরা থাকতে পারবে । তারা থেকে মালক্রয় করে চলে যাবে।

কর্মকর্তাদের উদ্দেশে গোলাম দস্তগীর বীর প্রতীক বলেন , আপনেরা যারা যে সেক্টরে দায়িত্বে আছেন। সেই সেক্টর আপনাকেই উন্নত করতে হবে। উন্নয়নের জন্য যা দরকার আমাকে জানাবেন আমি ব্যবস্থা করে দেবো। আমরা বসে আছি আপনাদের জন্য । পাটের উন্নয়ন এবং উদ্যোক্তা সৃষ্টি করা আমাদের কাজ। আমরা উপকার করার জন্য বসে আছি।

পরে তিনদিন ব্যাপী মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন মন্ত্রী ।

এদিকে মেলায় ২৮২টি বহুমুখি পাটপণ্যের প্রদর্শনী ও বিক্রয় হচ্ছে।  জেডিপিসি’র তালিকাভুক্ত প্রায় ৭০০ উদ্যোক্তার বহুমুখী পাটপণ্যে প্রদর্শনী হচ্ছে।  
উল্লেখ্য, পাটখাতের উন্নয়নে বস্ত্র  ও পাট মস্ত্রণালয় নানামুখি উদ্যোগ গ্রহন করেছে। পাট শিল্পের পুনরুজ্জীবন ও আধুনিকায়নের ধারা বেগমান করতে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন,২০১০ ও পাট আইন ২০১৭, জাতীয় পাটনীতি,২০১৮ প্রণয়ন করেছে। এ সকল আইন ও নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পাট ও পাটজাত পণ্যের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। 

জেডিপিসির অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া ,সাবিনা ইয়াসমিন। 

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *