অ্যাম্বুলেন্স পেল আরবান হেলথ কেয়ার

তারাবো পৌরসভা শীর্ষ সংবাদ

নিউজ রূপগঞ্জ ডটকম: জরুরী সেবা প্রদানের লক্ষ্যে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার আওতাধীন আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসে ( নগর মাতৃসদন, ডেলিভারি প্রজেক্ট ২য় পর্যায়) নতুন একটি অ্যাম্বুলেন্স যুক্ত হয়েছে। বৃহস্পতিবার ( ১১ ফেব্রুয়ারি) সকালে তারাব পৌরসভায় অ্যাম্বুলেন্সটি যৌথভাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী। এসময় মেয়রের হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন অতিথিবৃন্দ। অ্যাম্বুলেন্সটি দিয়েছে বাংলাদেশ এডিবল অয়েল ।

অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এডিবল অয়েল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, বহু গরীব মানুষ অ্যাম্বুলেন্সটির সেবা পাবে। তাদের এটি মানবিক কাজ। আরও যারা শিল্পপতি আছেন আশাকরি তারাও এগিয়ে আসবেন।

মেয়র হাছিনা গাজী বলেন, সেবা একটি মহৎ কাজ। এডিবল অয়েল কর্তৃপক্ষ আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসকে একটি অ্যাম্বুলেন্স দেওয়ায় তারাব পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পৌরবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

এসময় কাউন্সিলর রফিকুল ইসলাম মনির , এড. জসিম উদ্দিন ভুঁইয়া, রাসেল শিকদার, আক্তার হোসেন, হামিদুল্লাহ , মাহাবুবুর রহমান জাকারিয়া, আনোয়ার হোসেন, আমির হোসেন ভুঁইয়া,  আতিকুর রহমান, তারা‌ব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, নির্বাহী প্র‌কৌশলী জেড এম আ‌নোয়ার, স‌চিব তাজুল ইসলামসহ এডিবল অয়েল কর্মকর্তাবৃন্দ , আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসের ডাক্তারবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *