নিউজ রূপগঞ্জ ডটকম: রূপগঞ্জ উপজেলা নতুন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হাসান । গত ১৮ জুন নানা অভিযোগের পর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বদলি করা হয়। এরপর রূপগঞ্জে আরিফ হাসান যোগদান করেছেন।
রবিবার ( ২৩ আগস্ট) রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান এবং নবনিযুক্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হাসানের সাথে সৌজন্য সাক্ষাত করেন উপজেলা মহিলা লীগের নেতৃবৃন্দ । উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে তারা সাক্ষাত করেন। এসময় রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা , ইউপি সদস্য রেহেনা আক্তার সহ অনেকে উপস্থিত ছিলেন।