রূপগঞ্জে জরিমানা

ইউনিয়ন ফিচার রূপগঞ্জ

নিউজ রূপগঞ্জ ডটকম:

রূপগঞ্জে লকডাউন অমান্য করায় ৮ হাজার ৭শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রূপগঞ্জ ইউনিয়নের ইছাপুর , ব্রাক্ষণখালি, শাহাবাসপুর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার এ জরিমানা করেন। মামলা হয়েছে ১৬টি। ১টি দোকান , ১টি হোটেলসহ লকডাউন অমান্যকারীদের জরিমানা করা হয়। এছাড়া রূপগঞ্জ ইউনিয়নে লকডাউন বাস্তয়নের জন্য কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে টহল দিয়েছে প্রশাসন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, রূপগঞ্জ ইউনিয়নে কঠোর লকডাউন পালিত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা প্রশাসনকে সহযোগিতা করছে। ভ্যানগাড়ির মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ডে সবজি মাছসহ কাঁচাবাজার পৌছে দেওয়া হচ্ছে। ওষুধ সরবরাহ করা হচ্ছে। ১১ জুন রাত ১২ টা হতে লকডাউন শুরু হয়েছে । প্রতিদিন সকাল ৬ টা থেকে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রশাসন টহল দিচ্ছে। ফলে রূপগঞ্জ ইউনিয়নে করোনা আক্রান্ত তুলনামূলকভাবে কমে এসেছে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *