নিউজ রূপগঞ্জ ডটকম: রূপগঞ্জ উপজেলার বরপা এলাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহানের নেতৃত্বে অবৈধ গ্যাস লাইন অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার ( ২১ সেপ্টেম্বর) তিতাস গ্যাস কতৃপক্ষ এর আঞ্চলিক বিক্রয় বিভাগ- সোনারগাঁ এর নিয়ন্ত্রনাধীন এলাকা বরপা হতে তাজমহল পর্যন্ত ২ ইঞ্চি ব্যাসের আনুমানিক ৫কিলোমিটার অবৈধ গ্যাস পাইপ লাইন উচ্ছেদ কার্যক্রম অভিযান চালানো হয়। কার্যক্রম চলার সময় তাৎক্ষণিকভাবে এলাকার হাজার হাজার নারী পুরুষ সম্মিলিতভাবে উচ্ছেদ কার্যক্রমে ইউএনওকে বাধা প্রদান করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে উক্ত এলাকার সরকারি কাজে বাধা প্রদানকারী ২জন পুরুষ ও ১জন মহিলাকে বিভিন্ন মেয়াদে (৬মাস, ৪মাস ও ৭দিন) বিনাশ্রম জেল প্রদান করেন। এছাড়া স্থানীয় কাউন্সিলর রাসেল শিকদারের নিকট বর্ণিত এলাকার অবৈধ গ্যাস পাইপ লাইন অপসারণ করবে মর্মে একটি অঙ্গীকারনামা দেন। ২ ইঞ্চি বিতরণ লাইনের সহিত সংযুক্তি ৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। যেমন- ১। ক্যাফে নিউ প্রিন্স হোটেল, ২। সুনামী রেস্তোরা, ৩। ধানসিড়ি রেস্তোরা, এবং ৪। ভাই ভাই বিরিয়ানি এন্ড মিষ্টান্ন ভান্ডার।