নিউজ রূপগঞ্জ ডটকম:
কোভিড-১৯ মহামারী মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে পূর্বাচল ক্লাব লিমিটেডের পক্ষ থেকে ৫০ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। পূর্বাচল ক্লাবের প্রেসিডেন্ট নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে রোববার (১০ মে) গণভবনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পূর্বাচল ক্লাবের ৫০ লাখ টাকার চেক প্রদান করেন পূর্বাচল ক্লাব লিমিটেডের সেক্রেটারী ও রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা এবং নির্বাহী সদস্য (অর্থ ) মোজাহারুল হক সহিদ । মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী কোভিড-১৯ মোকাবেলায় সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসায় পূর্বাচল ক্লাব লিমিটেডকে অনুদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত করোনাভাইরাসে বিপর্যস্ত বাংলাদেশ। থেমে গেছে অর্থনীতির চাকা। নারায়ণগঞ্জ করোনাভাইরাসের হটজোন। সরকার করোনাভাইরাস মোকাবেলায় কাজ করে যাচ্ছে। দেশের ক্রান্তিকালে সমাজের বিত্তবান এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি অদৃশ্য দানব করোনাভাইরাস মোকাবেলায় সরকারকে সহযোগিতা করছে পূর্বাচল ক্লাব লিমিটেড। এছাড়া ক্লাবটির পক্ষ থেকে রূপগঞ্জে খেটে খাওয়া দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।