কাঞ্চনে খাদ্য বিতরণ

কাঞ্চন পৌরসভা ফিচার

নিউজ রূপগঞ্জ ডটকম:

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার নির্দেশনায় করোনা ভাইরাস পরিস্থিতিতে বিপাকে পড়া খেটে খাওয়া ৮ হাজার  পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। তিনি ব্যক্তিগত তহবিল থেকে বৃহস্পতিবার বাড়ী বাড়ী খাদ্য পৌছে দিয়েছেন। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এমায়েত হোসেন,  সমাজ সেবক আলহাজ্ব তারিকুল ইসলাম মোঘল, প্যানেল মেয়র পনির হোসেন, কাউন্সিলর মফিকুল ইসলাম খান, আইয়ুব হোসেন, মিজানুর রহমান, শাহীন মিয়া, আব্দুল হালিম, শাকিল আহমেদ টিপু প্রমুখ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, পেয়াজ, আলু, লবণ, সাবান। এসময় মেয়র রফিকুল ইসলাম বলেন, করোনাভাইরাসের কারনে অনেক মানুষ আজ কর্মহীন হয়ে পড়েছে। তাদের পরিবারে নেমে এসেছে অভাব অনটন। তাই আমাদের সকল জনপ্রতিনিধি ও বিত্তবানদের উচিত ঐ সকল পরিবারের পাশে দাঁড়ানো। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বীর প্রতীকের নির্দেশে খাদ্য সামগ্রী বিতরণ করছি। 

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *