সামাজিক দূরত্ব বজায় রাখতে রূপসী বাজার স্থানান্তর

তারাবো পৌরসভা ফিচার

নিউজ রূপগঞ্জ ডটকম:

করোনা ভাইরাসে কাপছে নারায়ণগঞ্জে। এই ভাইরাস থেকে মানুষকে বাঁচতে হলে সামাজিক দূরত্ব খুবই জরুরি। এই দূরত্ব নিশ্চিত করতে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে ঐতিহ্যবাহী “রূপসী বাজার ”  রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। ১৩ এপ্রিল সোমবার থেকে রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ মাঠে কাঁচা বাজার বসবে। প্রতিদিন সকাল ৭ টা থেকে চলবে সকাল ১১ টা পর্যন্ত। বাজারে আগত ক্রেতা বিক্রেতাদের অবশ্যই  সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মুখে মাস্ক ব্যবহার করতে হবে। 

এদিকে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের এমন সিদ্ধান্তকে সচেতন নাগরিকরা স্বাগত জানিয়েছেন। 

এব্যাপারে আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব বলেন, নাগরিকদের সুরক্ষার জন্য বস্ত্র ও পাটমন্ত্রীর এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *