রূপগঞ্জে হাটে, বাজারে সেনাবাহিনীর টহল

ফিচার রূপগঞ্জ

নিউজ রূপগঞ্জ ডটকম:

করোনা ভাইরাস প্রতিরোধ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রূপগঞ্জে টহল দিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সারাদিন সেনাবাহিনীর সদস্যরা  মুড়াপাড়া, ভূলতা, গোলাকান্দাইল, কাঞ্চন, মায়ারবাড়ী, আতলাপুর, ভোলাব এলাকার হাট- বাজারে টহল দিয়েছে। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, সহকারী কমিশনার ( ভূমি) তরিকুল ইসলাম সহ সেনা সদস্যরা। তারা সাপ্তাহিক হাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। বাজার মনিটরিং করছে ।

রূপগঞ্জবাসীর উদ্দেশ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, করোনা প্রতিরোধে আপনারা আতঙ্কিত না হয়ে সচেতন হন। সরকারের নির্দেশ এবং সামাজিক দূরত্ব মেনে চলুন। প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যারা নির্দেশ অমান্য করবে তাদের কঠোর শাস্তি হবে। সবাই ঘরে অবস্থান করুন। নিজে বাঁচেন, অপরকে বাঁচান। মনে রাখবেন আপনার ঘরে অবস্থানে বেচে যেতে পারে দেশ এবং জাতি। 

প্রসঙ্গত দুই জন এক সাথে হাটা যাবে না। কেউ বিশেষ প্রয়োজনে ঘরের বাইরে বের হলে তাকে অবশ্যই মাস্ক পড়ে বের হতে হবে। তা না হলে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা শাস্তি দিচ্ছে। 

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *