রূপগঞ্জে বাড়ছে ছাতার কদর

ফিচার রূপগঞ্জ

নিউজ রূপগঞ্জ ডটকম: এখন বর্ষাকাল। বর্ষাকালে প্রকৃতির মূল উপাদান হচ্ছে বৃষ্টি। যদিও এখন রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা চলছে। তবে ঝিরিঝিরি বা টানা বৃষ্টি হলেই পথ চলতে সবচেয়ে বেশি প্রয়োজন ছাতার। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নারায়ণয়গঞ্জের রূপগঞ্জে ছাতা বিক্রির কদর বেড়েছে। উপজেলার বিভিন্ন দোকান থেকে শুরু করে মার্কেটগুলোতেও বিক্রি হচ্ছে রং-বেরঙের ছাতা। বৃহস্পতিবার (২৩জুলাই) সকালে উপজেলার বিভিন্ন মার্কেটগুলোতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ছাতা বিক্রির খুচরা ও পাইকারি দোকানগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের উপচে-পড়া ভিড়। উপজেলার তাঁতবাজারের এক ছাতা বিক্রেতা জানান, লাগাতার বৃষ্টি হওয়ায় গত কয়েক বছরের তুলনায় এ বছর ছাতা বিক্রি প্রায় দ্বিগুণ। তবে গত বছরের তুলনায় এবার ছাতার দাম কিছুটা বেড়েছে বলে জানান তিনি। এছাড়াও নতুন নতুন ডিজাইনের ছাতা কিনতে বিভিন্ন শিল্প কারখানা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসছেন ছাতা কিনতে। আড়াইহাজার থেকে ছাতা কিনতে এসেছেন বুলবুল ইসলাম। তিনি বলেন, ছাতা ছাড়া ঘর থেকে বের হওয়া যায় না । তাই আমি একটি ছাতা কিনেছি সাড়ে ৪‘শ টাকায়। গত বছর একটি দোকন থেকে ২২০ টাকায় ছাতা কিনে ছিলাম। তবে এবছর দাম কিছুটা বেশি বলে জানান কর্মজীবী বুলবুল ইসলাম। এনজিও কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। অনেক সময় ব্যাগে থাকা কাগজপত্র ভিজে যাচ্ছে। তাই ৩২০ টাকায় একটি ছাতা কিনেছি। বলাইখাঁ এলাকার এক গার্মেন্সকর্মী আসিয়া বলেন, কখন বৃষ্টি নামবে কেউ বলতে পারবে না। এ সময়ে ছাতা না থাকলে কি আর চলে। তাই বর্ষা মৌসুম শুরু হওয়াতে নতুন একটি ছাতা ক্রয় করেছি। গাউছিয়া মার্কেটের একটি দোকান থেকে ২৫০টাকায় ছাতা কিনে দাম কিছুটা বেশি বলে জানান কাপড় ব্যবসায়ী রমজান।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *