রূপগঞ্জে পিকে হালদারে গুদামে অভিযান

ইউনিয়ন গোলাকান্দাইল ফিচার

নিউজ রূপগঞ্জ ডটকম:

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদারের হাজার কোটি টাকা মূল্যের জমির দলিল নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার ( ২৫ ফেব্রুয়ারি) রূপগঞ্জ উপজেলার ভুলতার গাউছিয়া মার্কেট এলাকায় পিকে হালদারের মালিকানাধীন গুদামে অভিযান চালিয়ে প্রায় ১০০টি জমির দলিল উদ্ধার করা হয়। উক্ত দলিলে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী সহ দেশের বিভিন্নস্থানে ৭ হাজার ৮০ শতাংশ পরিমান ক্রয়কৃত জমি রয়েছে বলে জানা যায়। দলিল উদ্ধার করেছে দুদকের উপপরিচালক সালাউদ্দিনের নেতৃত্বাধীন একটি দল।

উদ্ধার করা দলিল পর্যালোচনা করে দুদক জানায়, রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জমি কিনেছেন আর্থিক কেলেঙ্কারির মূলহোতা পিকে হালদার। এসব দলিল তিনি রূপগঞ্জের এই গোডাউনে লুকিয়ে রেখেছেন বলে খবর ছিল দুদকের কাছে। যার বাজার মূল্য প্রায় এক হাজার কোটি টাকা। এসব সম্পদ জব্দের নির্দেশনা চেয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে আবেদন করে দুদক। বিকেলেই আদালত থেকে এসব সম্পদ জব্দের নির্দেশনা আসে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *