রূপগঞ্জে থাকবে কন্ট্রোল রুম

ফিচার রূপগঞ্জ

নিউজ রূপগঞ্জ ডটকম: রূপগঞ্জে ৩৮ টি পূজামণ্ডপে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা (২০২০) পালন করা হবে। মণ্ডুপে উচ্চস্বরে গান বাজানো যাবে না। জনসমাগম হয় এমন কিছু করা যাবে না। শুধু পূজা করার জন্য ঢাক বাজানো যাবে। মঙ্গলবার ( ৬ অক্টোবর) রূপগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয়ে দুর্গাপূজা (২০২০) উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান। তিনি বলেন, স্বাস্থ্য বিধি মেনে দুর্গা পূজা পালনের নিদেশ দেওয়া হয়েছে। সাউন্ড বক্সে গান বাজানো যাবে না। সাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রূপগঞ্জ উপজেলা পরিষদে একটি কন্ট্রোল রুম খোলা থাকবে। সেখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হবে। এসময় রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আফিফা খাঁনসহ রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে উপজেলা নির্বাহী শাহ্ নুসরাত জাহানকে শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত ২২ অক্টোবর থেকে দুর্গা পূজার কার্যক্রম শুরু হবে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *