মুড়াপাড়ায় মহিলা মেম্বারকে জরিমানা

ফিচার মুড়াপাড়া

নিউজ রূপগঞ্জ ডটকম:

রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রেহেনা আক্তারকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম  সরকারি কাজে বিঘ্ন ঘটানোর দায়ে তাকে এ জরিমানা করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম জানান, বুধবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাতৃত্বকালীন ভাতা, গর্ভকালীন ভাতা প্রদান করাসহ ইন্টারনেটের মাধ্যমে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের সরকারি কাজ করার সময় কোন কারণ ছাড়াই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ইউপি সদস্য রেহেনা আক্তারের মালিকানাধীন ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান আশিক এন্টারপ্রাইজ। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে সরকারি কাজে বিঘ্ন ঘটায়। এ ঘটনায় প্রথমে তার ছেলেকে আটক করা হয়। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারায় এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয় রেহেনা আক্তারের মালিকানাধীন ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান আশিক এন্টারপ্রাইজকে। পরে প্রতিষ্ঠানের মালিক রেহানা আক্তার জরিমানার এক লাখ টাকা পরিশোধ করেন।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *