চনপাড়ায় বজলুর ৮ হাজার মাস্ক বিতরণ

ইউনিয়ন চনপাড়া


নিউজ রূপগঞ্জ ডটকম:
করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে চনপাড়ায় বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: বজলুর রহমান। শুক্রবার ( ২ এপ্রিল) দিনব্যাপী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে তিনি ৮ হাজার মাস্ক বিতরণ করেন। এসময় চনপাড়া শেখ রাসেলনগর ( প্রস্তাবিত) ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য বজলুর রহমান বলেন, সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। সবাই জনসমাগম থেকে বিরত থাকুন। ধর্মীয়, সামাজিক ,রাজনৈতিক অনুষ্ঠান সমূহ স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে পালন করুন। বিনা কারণে কেউ বাইরে যাবেন না। নিজে নিরাপদে থাকুন, অপরকে নিরাপদে থাকতে সহযোগিতা করুন।
তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় গাজী পরিবার চনপাড়া এবং কায়েতপাড়াবাসীর পাশে আছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার নির্দেশনায় আমরা চনপাড়াবাসীর সেবায় মাঠে আছি। মন্ত্রী রূপগঞ্জের করোনা পরিস্থিতির খোঁজ খবর রাখছেন। তিনি নিয়মিত আমাদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে যাচ্ছে। আমরা করোনাকে জয় করব।

মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল আলী সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম সরদার, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি লোকমান ভান্ডারী, সাধারণ সম্পাদক শাহলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম,সাধারণ সম্পাদক জামাল, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর খন্দকার, সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম,সাধারণ সম্পাদক ইব্রাহিম, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নান্দু মিয়া, সাধারন সম্পাদক মানিক সিকদার, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক আনিস মালিক, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিক মাষ্টার, সাধারন সম্পাদক মোঃ আলম ,চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুবকর সিদ্দিকসহ অনেকে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *