বিস্ফোরণের ক্ষতিপূরণ চেয়ে তৈমূরের রিট

নারায়ণগঞ্জ ফিচার শীর্ষ সংবাদ

নিউজ রূপগঞ্জ ডটকম: ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেছেন বিএনপি নেতা এড. তৈমূর আলম খন্দকার। দুপুরে হাইকোর্টে বিচারপতি জেবিএম ও বিচারপতি খায়রুল আলমের আদালতে ওই রিট আবেদন করেন তৈমূর আলম খন্দকার । আদালত ৭ সেপ্টেম্বর সোমবার শুনানীর দিন ধার্য করেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার জানান, এ ঘটনায় নিহত ও আহত প্রত্যেককে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদালতে রিট করেছি। সোমবার শুনানী হবে। আমরা আশা করি আদালত আমাদের আবেদন শুনবেন। কারণ এটা মানবসৃষ্ট একটি দুর্ঘটনা। গাফিলতির কারণেই এ বিস্ফোরণ থেকে এতগুলো মানুষ হতাহত হয়েছে। যাদেরকে জনগণের সেবা দেয়ার জন্য সৃষ্টি করা হয়েছে তাদের মধ্যে এতই সিস্টেম লস যে টাকা ছাড়া কিছু বুঝে না। এটা সরকারের ব্যর্থতা। যে কোনো অফিসে টাকা ছাড়া কোনো কাজ নেই। এই ঘটনার জন্য দায়ী সংশ্লিষ্ট বিভাগ।

৬ সেপ্টেম্বর রোববার দুপুর পর্যন্ত ২৪ জনের মৃত্যু ঘটেছে। এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ১৩ জন।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *