পূর্বাচল ক্লাবের ত্রাণ পেল ২ হাজার পরিবার

ফিচার রূপগঞ্জ

নিউজ রূপগঞ্জ ডটকম:

রূপগঞ্জে করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে পূর্বাচল ক্লাব লিমিটেড। মঙ্গলবার ( ১৯ মে) পূর্বাচল ক্লাবের প্রেসিডেন্ট , ত্রাণ ও কল্যাণ তহবিলের প্রধান উপদেষ্টা বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের পরামর্শক্রমে ত্রাণ বিতরণ করেন ক্লাবটির নির্বাহী সদস্য ( প্রশাসন) ও রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মোজাহারুল হক শহিদ, গোলাম সারোয়ার, মো: শাহ আলম ফটিক, মো: মনিরুল ইসলাম, ক্লাবের ত্রাণ কমিটির সদস্য  ফরিদা নাসরিন ( অতিরিক্ত সচিব), আব্দুস সালাম, জাহাঙ্গীর ফরাজী, মনিরুজ্জামান, প্রফেসর ডাঃ শামীম হাসান প্রমুখ। ত্রাণ সামগ্রীর  মধ্যে ছিলো শাড়ি .লুঙ্গি, খাদ্য সামগ্রী। সামাজিক দূরত্ব বজায় রেখে পূর্বাচল ও এর আশপাশের এলাকার মানুষের মাঝে  এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ।

প্রসঙ্গত করোনাভাইরাসে বিপর্যস্ত বাংলাদেশ। থেমে গেছে অর্থনীতির চাকা। নারায়ণগঞ্জ করোনাভাইরাসের হটজোন। সরকার করোনাভাইরাস মোকাবেলায় কাজ করে যাচ্ছে। দেশের ক্রান্তিকালে সমাজের বিত্তবান এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি  অদৃশ্য দানব করোনাভাইরাস মোকাবেলায় সরকারকে সহযোগিতা করছে পূর্বাচল ক্লাব লিমিটেড। গত ১০ মে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ত্রাণ ও কল্যাণ তহবিলে পূর্বাচল ক্লাব লিমিটেডের পক্ষ থেকে ৫০ লাখ টাকা অনুদান প্রদান করা হয়ে‌ছে। এছাড়া ক্লাবটির পক্ষ থেকে রূপগঞ্জে খেটে খাওয়া দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *