পাটকল শ্রমিকদের বঞ্চনার অবসান

রূপগঞ্জ

নিউজ রূপগঞ্জ ডটকম:

রাষ্ট্রায়ত্ব পাটকলসমূহের বিরাজমান পরিস্থিতির স্থায়ী সমাধানসহ পাটখাতে প্রতিযোগিতামূল পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ পাটকল করপোরেশন ( বিজেএমসি) এর নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ব পাটকল সমূহ গত ১ জুলাই বন্ধ ঘোষণা এবং গোল্ডেন হ্যান্ডশেক সুবিধার আওতায় কর্মরত ( ২৪৮৮৬ জন ) শ্রমিকদের সমুদয় পাওনা এককালীন পরিশোধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আওতায় শ্রমিকগণ নিম্ন বণিত আথিক সুবিধা পাবেন । বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ২৬ এর উপ-ধারা (৩) অনুয়ায়ী নোটিশ মেয়াদের অর্থাৎ ৬০ দিনের মজুরী । ২। চাকুরীবিধি অনুযায়ী প্রাপ্য গ্রাচ্যুইটি( জাতীয় মজুরী কাঠামো- ২০১৫ অনুযায়ী ) । ৩. পিএফ তহবিলে জমাকৃত সমুদয় অর্থ । ৪. নির্ধারিত হারে গোল্ডেন হ্যান্ডশেক সুবিধা।

প্রাথমিক হিসাব অনুযায়ী প্রতিজন শ্রমিক গড়ে ১৩,৮৬,০০০ টাকা করে এবং সবোচ্চ ৫৪,০০,০০০ টাকা পর্যন্ত পাবেন।

একই সাথে ২০১৩ সাল হতে এ পর্যন্ত অবসারে যাওয়া শ্রমিকদের ( ৮,৯৫৬ জন) ও বদলি শ্রমিকদের সমুদয় পাওনাও একত্রে পরিশোধ করা হবে। কেবল মাত্র তাই নয় , শ্রমিকদের পাওনার অধেক নগদে এবং বাকী অধেক তিনমাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র আকারে দেয়ার ফলে শ্রমিকগণ এক প্রকারের বাধ্যতামূলক সঞ্চয়ের সুযোগ পাবেন , যা তাকে প্রতি তিনমাস অন্তর উল্লেখযোগ্য পরিমানে মুনাফা দিবে। এতে শ্রমিকদের জন্য একটি বাড়তি আথিক সুরক্ষা তৈরী হবে।

পাটকল শ্রমিকদের প্রাপ্য নমুনা- মোট ১৪ লাখ -নগদ- ৭ লাখ- সঞ্চয়পত্র ৭ লাখ ( ১১.০৪% তিন মাসে মুনাফা ১৯,৩২০)। মোট ২৪ লাখ, নগদ-১২ লাখ- সঞ্চয়পত্র ১২ লাখ ( ১১.০৪% তিন মাসের মুনাফা ৩৩,১২০)। মোট ৩৮ লাখ, নগদ ১৯ লাখ -সঞ্চয়পত্র ১৯ লাখ( ১১.০৪% তিন মাসে মুনাফা ৫২৪৪০)। মোট ৫৪ লাখ , নগদ ২৭ লাখ-সঞ্চয়পত্র ২৭ লাখ( ১১.০৪% তিন মাসে মুনাফা ৭৪৫২০)।

বৃহস্পতিবার রাতে সিনিয়র সহকারী সচিব ইমরান আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক সংবাদচর্চাকে জানান, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটকল শ্রমিকদের কল্যাণের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন তাতে শ্রমিকদের কোনো ক্ষতি হবে না। এটা সবাইকে মেনে নিতে হবে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *