না.গঞ্জ থেকে প্রকাশিত “বিষফোড়াঁ” নিষিদ্ধ

নারায়ণগঞ্জ ফিচার

নিউজ রূপগঞ্জ ডটকম: ‘বিষফোঁড়া’ নামে একটি উপন্যাস বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এটি কওমি মাদরাসায় শিশুদের ধর্ষণের ঘটনাকে বিষয়বস্তু করে লেখা।

গত ২৪ আগস্ট বইটি নিষিদ্ধ করে গেজেট প্রকাশ করে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ( জননিরাপত্তা বিভাগ রাজনৈতিক শাখা -৩ ) সিনিয়র সহকারী সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

 বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের কাছে এ মর্মে প্রতীয়মান হয় যে, সাইফুল বাতেন টিটো রচিত ও নারায়ণগঞ্জের আড়াইহাজারের জংশন জালাকান্দি থেকে প্রকাশিত কওমী মাদ্রাসার শিশু ধর্ষণ উপাখ্যান ‘বিষফোড়াঁ’ শীর্ষক উপন্যাসটির বিষয়বস্তু দেশের শান্তি-শৃঙ্খলা পরিপন্থী। ইতোমধ্যে উপন্যাসটি জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে বইটি নিষিদ্ধ ঘোষণা করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *