দাউদপুর দুই পক্ষের সংঘর্ষ

ইউনিয়ন দাউদপুর ফিচার

নিউজ রূপগঞ্জ ডটকম:

রূপগঞ্জ উপজেলার দাউদপুরে জুয়া খেলায় বাধা দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ১৩/১৪ জন আহত হয়েছে। এ ঘটনায় শনিবার (২৫ জুলাই) সকালে রূপগঞ্জ থানায় তৌহিদ ও ইব্রাহীম বাদী হয়ে পাল্টাপাল্টি দু’টি মামলা দায়ের করেছেন। গত শুক্রবার দাউদপুর ইউনিয়নের কলিঙ্গা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে , আরমান, সাইফুল, ইব্রাহীমসহ কয়েকজন কলিঙ্গা এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে জুয়ার আসর বসায়। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় মোশারফ, ফোরকান, সৌরভসহ ১২/১৩ জন যুবক জুয়া খেলায় বাঁধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। এ সময় ইব্রাহীম, আরমান, সাইফুলসহ জুয়াড়িরা লাঠিসোটা নিয়ে মোশারফসহ তার লোকজনের উপর হামলা করে। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোশারফ, ফোরকান, রাকিব, সৌরভ, সাইফুল, হারিজ, আসাদ, সজিব, ফয়সাল, রাসেল, আরমান, ইব্রাহীমসহ উভয় পক্ষের কমপক্ষে ১৩/১৪ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ আরমান, সাইফুল, সাজু মিয়া ও মাইনুল নামে ৪ জনকে আটক করেছে। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে সাথে সাথে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় পাল্টাপাল্টি দু’টি মামলা হয়েছে। ৪ জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *